Monday September 30, 4554

ফজিলাতুন্নেসা বাপ্পীর নামাজে জানাজা বিকেলে

115 ফজিলাতুন্নেসা বাপ্পীর নামাজে জানাজা বিকেলে প্রয়াত সাবেক সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পীর নামাজে জানাজা বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। জানাজা শেষে আজ বিকালে তাকে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পাশে দাফন করা হবে।

দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানাজার বিষয়টি জানিয়েছেন।

এর আগে শোকবার্তায় প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

চার দিন লাইফ সাপোর্টে থাকার পর বৃহস্পতিবার সকাল ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মারা যান ফজিলাতুন্নেসা বাপ্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।

এর আগে শনিবার শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হলে তাকে রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়।

ফজিলাতুন্নেসা বাপ্পী সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন। নবম ও দশম সংসদে তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন।

Filed in: আইন ও আদালত