Monday January 18, 2021

এবার নিজের সন্তান চাইছেন রণবীর সিং!

deepika padukone342n 300x204 এবার নিজের সন্তান চাইছেন রণবীর সিং!

দীপিকা পাড়ুকোনের সঙ্গে বিয়ের পর একবছর কাটিয়ে ফেলেছেন। এবার নিজের সন্তান চাইছেন রণবীর সিং! সম্প্রতি একটি টক শোয়ে এসে দীপিকার সঙ্গে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন রণবীর সিং।

ওই টক শোয়ের প্রমোর ভিডিও ক্লিপিংস ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে রণবীরকে তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হয়। সেখানেই রণবীর বলেন, তিনি এবার নিজের সন্তানের পৃথিবীতে আসার অপেক্ষায় রয়েছেন। ভবিষ্যতে সন্তানদের সঙ্গে অনেক সময় কাটাতে চান।

এখানেই শেষ নয়। ভবিষ্যতে ছবি পরিচালনায় আসতে চান বলেও জানান বলিউডের ‘খলজি’। পাশাপাশি DJ-হয়ে সমুদ্র সৈকতে বেশ অনেকটা সময় কাটাতে চান বলেই মন্তব্য করেন রণবীর সিং।

যদিও রণবীরের এই ইচ্ছার কথা শুনে দীপিকা এখনো কোনো মন্তব্য করেননি। তিনি এই মুহূর্তে ‘ছপাক’ এবং ‘৮৩’ নিয়ে ব্যস্ত রয়েছেন। সূত্র: জি-নিউজ

Filed in: বিনোদন