ঢাকা: রাজধানীর শাহবাগে পুলিশ ও ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে পুলিশ কনস্টেবলসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- কনস্টেবল কাকলী, মারজাহান, ডিপ্লোমা শিক্ষার্থী আরিফ, কাওসার, রাকিব, পিয়াস, রিয়াজ রহমান, মোহন, তাওহীদ ও মুরাদ।
ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানিয়েছে, আট শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন। এছাড়া শিক্ষার্থীরা দুই নারী কনস্টেবলকে পিটিয়ে আহত করেছেন। তারাও চিকিৎসা নিয়েছেন।
উচ্চশিক্ষাসহ চার দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন নামে ওই সংগঠন গত ২৬ এপ্রিল থেকে আন্দোলন করছে। অন্য দাবিগুলো হলো মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে আলাদা বোর্ড গঠন, সরকারি বেসরকারি কমিউনিটি ক্লিনিকগুলোতে ডিপ্লোমা চিকিৎসকদের কর্মসংস্থান সৃষ্টি ও শিক্ষানবিশকালীন চিকিৎসকদের ভাতা প্রদান।
ম্যাটসের আওতায় সরকারি আটটি ও বেসরকারি ২০৯টি প্রতিষ্ঠান রয়েছে।