Wednesday June 26, 2019

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১২ খাতে

141 সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১২ খাতে

ঢাকা : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর (রিটার্ন) কমেছে ১২ খাতে। অন্যদিকে দর বেড়েছে ৮ খাতে। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে ভ্রমন ও অবকাশ খাতে। এই খাতে ২ দশমিক ৯১ শতাংশ দর কমেছে।এরপরে চামড়া খাতে ১ দশমিক ৯৮ শতাংশ দর কমেছে।

অন্য খাতগুলোর মধ্যে ব্যাংক ১ দশমিক ৯৫ শতাংশ, খাদ্য ও আনুষাঙ্গিক খাতে ১ দশমিক ৬৩ শতাংশ, পাট থাতে ১ দশমিক ৪৬ শতাংশ, আর্থিক ১ দশমিক ৩৫ শতাংশ, বস্ত্র খাতে ১ দশমিক ৩০ শতাংশ, সেবা-আবাসন খাতে দশমিক ৬৭ শতাংশ, সিরামিকস খাতে দশমিক ৩৩ শতাংশ, জ্বালানী খাতে ও মিউচুয়াল ফান্ড দশমিক শূন্য ৬ শতাংশ, ফার্মা খাতে দশমিক শূন্য ৪ শতাংশ দর কমেছে।

অন্যদিকে দর বেড়েছে বাকী ৮ খাতে খাতে। গত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সিমেন্ট খাতে। এরপর আইটি খাতে ১ দশমিক ৭২ শতাংশ দর বেড়েছে।

অন্য খাতগুলোর মধ্যে জীবন বিমা খাতে দশমিক ৬৪ শতাংশ, প্রকৌশল খাতে দশমিক ৫০ শতাংশ, যোগাযোগ খাতে দশমিক ২০ শতাংশ,  পেপার ও প্রিন্টিং খাতে দশমিক ১৪ শতাংশ, বীমা খাতে  দশমিক ৯  শতাংশ এবং বিবিদ খাতে দশমিক শূন্য ৫ শতাংশ দর বেড়েছে।

Filed in: শেয়ার বাজার