Wednesday December 16, 3914

নবীনগরে নৌকাডুবিতে ৩ জেএসসি পরীক্ষার্থী নিহত

1 নবীনগরে নৌকাডুবিতে ৩ জেএসসি পরীক্ষার্থী নিহতব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তিতাস নদীতে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় জেএসসি পরীক্ষার্থী বোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় নিহত হয়েছে তিন পরীক্ষার্থী।

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নবীনগর-আশুগঞ্জ সীমান্তের বীরগাঁও এলাকায় তিতাস নদীতে নৌকা ডুবির ঘটনাটি ঘটে। সকাল ১০টা পর্যন্ত চার পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

ডুবে যাওয়া নৌকাটিতে প্রায় ১৫০ পরীক্ষার্থী ও অভিভাবক ছিলেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছে বহু পরীক্ষার্থী ও অভিভাবক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বীরগাঁও এলাকা থেকে জেএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকসহ প্রায় ১৫০ যাত্রী কৃষ্ণনগর স্কুল অ্যান্ড কলেজের উদ্দেশে যাচ্ছিলেন। নৌকাটি মাঝ নদীতে যাওয়ার পর তিতাস নদীতে পুঁতে রাখা একটি বাঁশের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এখনও অনেকে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

নবীনগর থানার ওসি আসলাম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, নৌডুবির ঘটনার খবর পেয়েছি। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Filed in: শিক্ষা