Sunday May 19, 2019

গ্রিন ইউনিভার্সিটির ৩০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

117 গ্রিন ইউনিভার্সিটির ৩০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিতগ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ৩০তম সিন্ডিকেট সভা  শুক্রবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে।  বিশ্ববিদ্যালয়ের উপাচার্র্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্প্রতি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়োগসহ শৃঙ্খলা কমিটির বিভিন্ন সুপারিশ অনুমোদন দেয়া হয়। এছাড়াও সভায় নির্মাণাধীন স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম স্থানান্তরের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

সিন্ডিকেট সদস্য ও ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, গ্রিনের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান, কোষাধ্যক্ষ মো. শহীদ উল্লাহ, ইউএস-বাংলা গ্রুপের সিইও লে. জেনারেল (অব.) মইনুল ইসলাম, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, যুগ্ম সচিব মাহমুদুল হাসান, প্রক্টর কে এম ওয়াজেদ কবির, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সিন্ডিকেট সদস্যরা বিগত সময়ের বিভিন্ন কার্যক্রমের রিপোর্ট পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের ক্রমসমৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন।

 

Filed in: শিক্ষা