ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইনে গণমাধ্যমের জন্যে উদ্বেগজনক ও হয়রানীমূলক কোন বিষয় থাকলে তা পরিহারে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
এর আগে অনুসন্ধানী সাংবাদিকতা কোনো ধরনের গুপ্তচরবৃত্তি নয়, তাই ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকরা পড়েন না বলে মন্তব্য করে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, প্রয়োজনে এ আইনে উপধারা যোগ করে অনুসন্ধানী সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা হবে।
মঙ্গলবার দুপুরে ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আপনি তো রিপোর্টিং-এর জন্য করবেন। এটাকে কিন্তু গুপ্তচরবৃত্তি বলে না। রিপোর্টিং-এর মধ্যে আপনার কিন্তু কোনো অসৎ উদ্দেশ্য নাই। সেই ক্ষেত্রে আপনি ৩২ ধারায় পড়বেন না।’