Wednesday January 23, 2019

আফগানিস্তানে জোড়া বিস্ফোরণে সাংবাদিকসহ নিহত ২১

1213 আফগানিস্তানে জোড়া বিস্ফোরণে সাংবাদিকসহ নিহত ২১

আফগানিস্তানের রাজধানী কাবুলের গুরুত্বপূর্ণ স্থানে পর পর দুটি বোমা বিস্ফোরণে সাংবাদিকসহ অন্তত ২১ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।

আজ সোমবার স্থানীয় সময় সোমবার সকাল ৮টার দিকে আফগান ইন্টেলিজেন্স সার্ভিসের সদরদপ্তরের কাছে প্রথম হামলাটি হয়। পরের হামলাটিও হয় একই এলাকায়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এনডিএসের ভবনটি নগর উন্নয়ন ও গৃহায়ণ মন্ত্রণালয়ের সদরদপ্তরের এক পাশে অবস্থিত। লোকজন যখন সরকারি ওই দপ্তরটিতে প্রবেশ করছিল তখনই প্রথম বিস্ফোরণটি ঘটানো হয়।

প্রথম বোমাটি বিস্ফোরিত হওয়ার পর সে স্থানে সাংবাদিক ও উদ্ধারকারীরা ভিড় করে। এরপর সেখানে দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে উদ্ধারকারী ও সাংবাদিকরা আহত হয়।

কর্তৃপক্ষ বিস্ফোরণস্থলে অ্যাম্বুলেন্স বহর পাঠিয়েছে বলে জানিয়েছেন আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ।

তিনি বলেন, মোটরসাইকেলে আসা এক আত্মঘাতী হামলাকারী প্রথম হামলাটি চালায়। এরপর সেখানে লোকজন ও সাংবাদিকরা ভিড় জমালে কিছুক্ষণ পর একই স্থানে চালানো হয় দ্বিতীয় হামলাটি।

এখন পর্যন্ত কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি।

এর আগে গত ২২ এপ্রিল কাবুলে একটি ভোটার নিবন্ধন কেন্দ্রের সামনে আত্মঘাতী বোমা হামলায় ৬৩ জন নিহত হয়।

Filed in: মিডিয়া