Friday August 23, 2019

বারাণসীতে ‘ব্রহ্মাস্ত্র’র শুটিংয়ে ব্যস্ত রণবীর-আলিয়া

14 বারাণসীতে ‘ব্রহ্মাস্ত্র’র শুটিংয়ে ব্যস্ত রণবীর আলিয়া

‘ব্রহ্মাস্ত্র’ ছবির সেটেই নাকি প্রেম হয়েছিল রণবীর কাপুর এবং আলিয়া ভাটের। বহুদিন ধরেই লোকমুখে ঘুরছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি। এবার বারাণসীতে শুটিং করলেন এই জুটি। খবর আনন্দবাজার পত্রিকার।

বারাণসীতে নৌকায় করে  শুটিং করতে দেখা গিয়েছে আলিয়া-রণবীরকে।

আলিয়া সংবাদমাধ্যমকে বলেন, এই ছবিটা নিয়ে আমরা খুব উত্তেজিত। অনেক আশা করে রয়েছি। সময়ের থেকে অনেকটা এগিয়ে ভাবা হয়েছে এখানে। আমার মনে হয়, সিনেমাকে একটা অন্য স্তরে পৌঁছে দেবে ব্রহ্মাস্ত্র।

এই ছবিতে আরও অভিনয় করছেন-অমিতাভ বচ্চন, মৌনী রায়, ডিম্পল কাপাডিয়া, নাগার্জুন প্রমুখ।

এর আগে বুলগেরিয়া, এডিনবরা, লন্ডন এবং মুম্বইতে শুটিং হয়েছে এই ছবির।

‘ব্রহ্মাস্ত্র’তে অ্যাডভেঞ্চারের সঙ্গে ফ্যান্টাসির মিশেল রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর মুক্তি পাবে এই ছবি।

Filed in: বিনোদন