Monday December 17, 2018

থ্রিলার অ্যাকশনধর্মী ‘গেইম’ সিনেমাটি মুক্তির অপেক্ষায়

2 10 4 থ্রিলার অ্যাকশনধর্মী ‘গেইম’ সিনেমাটি মুক্তির অপেক্ষায়রয়েল ও অনিক পরিচালিত থ্রিলার অ্যাকশনধর্মী এ সিনেমা ‘গেইম’ এখন মুক্তির অপেক্ষায়। এই ছবিতে অভিনয় করছেন নবাগতা অমৃতা খান। এখানে তার বিপরীতে অভিনয় করেছেন নিরব।

অমৃতা জানান,‘এ সিনেমার অনেক দৃশ্যকে আমার বাস্তবের সাথে মিল খুঁজে পেয়েছি। বার বারই মনে হচ্ছিল এ এক চেনা অধ্যায়।’

তিনি ছবির গল্প নিয়ে বলেন, ‘গেইম’ চলচ্চিত্রটিতে আমার অভিনীত চরিত্রের নামও অমৃতা। এ সিনেমায় অমৃতা বড়লোকের সরল মেয়ে। সে ভালোবাসে ইরফান খানকে। সে ঘুণাক্ষরেও জানতে পারে না ইরফান খান আসলে একজন ঠক। ইরফান অমৃতাকে বিক্রি করে দেয় শহরের আরেক ডন নিরবের কাছে। এরপর নানা জটিলতায় এগিয়ে যায় গল্প।’

অমৃতা নব্বই দশকে সালমান শাহ-মৌসুমী জুটির জনপ্রিয় ছবি ‘অন্তরে অন্তরে’ ছবিটির রিমেকে কাজ করছেন। পরিচালনা করছেন আতিক রহমান। ইতোমধ্যে ছবির কাজ শুরু হয়েছে।

Filed in: বিনোদন