Sunday June 16, 2019

তৃতীয়বারের মতো শিখ চরিত্রে অক্ষয়

1 তৃতীয়বারের মতো শিখ চরিত্রে অক্ষয়

নিজের আসল সত্ত্বা থেকে বেড় হয়ে বিভিন্ন চরিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করার দক্ষতা রাখেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এর প্রমাণ তিনি বহুবার দেখিয়েছেন। এর আগেও তাকে দেখা গেছে শিখ চরিত্রে। এবার আবারও এই চরিত্রে হাজির হচ্ছেন খিলাড়ি।

‘কেসারি’ নামে একটি সিনেমাতে শিখ চরিত্রে দেখা যাবে তাকে। এ নিয়ে তৃতীয়বারের মতো তিনি শিখ চরিত্রে অভিনয় করছেন। অনুরাগ সিং এর পরিচালনায় ১৮৯৭ সালে সারাগারি যুদ্ধের গল্প নিয়ে নির্মিত হচ্ছে নতুন এই সিনেমা।

সিনেমাতে অক্ষয় কুমারকে দেখা যাবে হাবিলদার ঈশ্বর সিংয়ের চরিত্রে। চলতি বছরের শুরুতেই সিনেমাটির শুটিং শুরু হয়। নায়িকানির্ভর এ সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরিনীতি চোপড়া।

সিনেমার শুটিং প্রায় শেষ, চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। এর আগে শুটিং চলাকালীন সেটে আগুন লেগে সব পুড়ে গিয়েছিল। ২০১৯ সালের ২১ মার্চ সিনেমাটি মুক্তি পাবে।

Filed in: বিনোদন