Monday June 20, 4760

মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ৩ বাংলাদেশিসহ নিখোঁজ ২০

178 মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ৩ বাংলাদেশিসহ নিখোঁজ ২০

কুয়ালালামপুর: মালয়েশিয়ার পেনাং প্রদেশের নির্মাণাধীন ভবনে ভূমিধসে তিন বাংলাদেশি নির্মাণ শ্রমিকসহ চারজন নিহত হয়েছেন।

এ ঘটনায় নিখোঁজ রয়েছেন বাংলাদেশি, রোহিঙ্গা ও ইন্দোনেশীয় নাগরিকসহ অন্তত ২০জন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে,স্থানীয় সময় শনিবার সকাল ৮টার দিকে তাঞ্জুং বুঙ্গা এলাকার একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। প্রায় ১০ মিটার উঁচু পাশ্ববর্তী পাহাড়ি খাদ ধসে পড়লে নির্মাণসামগ্রীর ধ্বংসস্তুপ ও কাদামাটির নিচে চাপা পড়েন বেশ কয়েকজন শ্রমিক।

মালয়েশিয়ান পত্রিকা দ্য স্টার জানিয়েছে, নিখোঁজ ২০ জন ধ্বংসস্তুপের নিচে পড়ে মারা যেতে পারেন।

 এর প্রায় আড়াই ঘণ্টা পর উদ্ধার করা হয় দু’জন ইন্দোনেশীয় ও এক বার্মিজসহ ৩ শ্রমিকের মৃতদেহ; জীবিত উদ্ধার করা হয়েছে দু’জনকে। আটকা পড়া বাকি শ্রমিকদের খোঁজে এখনও উদ্ধারকাজ চলছে।। এদিকে ভূমিধসের ঘটনার পর উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত ওই ৪৯ তলা দুটি ভবনের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্মাণাধীন ভবনটিতে উদ্ধারকাজ অব্যাহত রেখেছেন উদ্ধারকর্মীরা।
Filed in: প্রবাসী কমিউনিটি