Wednesday October 17, 2018

ভোট দিলেন খালেক ও মঞ্জু

1113 ভোট দিলেন খালেক ও মঞ্জু

আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে খুলনা সিটি করপোরেশনের ২৮৯টি ভোট কেন্দ্রে ভোট শুরু হয়েছে। ভোটকে ঘিরে নির্বাচনী এলাকায় বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা।

খুলনা সিটি নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী তালুকদার আব্দুল খালেক এবং বিএনপি’র মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পরপরই তারা ভোট দেন।

তালুকদার খালেক সোয়া ৮টার দিকে নগরীর পাইওনিয়ার বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। তিনি জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যাননি।

সকাল ৯টার কিছু আগে রহিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপি প্রার্থী মঞ্জু।

Filed in: নির্বাচন