Monday May 28, 3629

শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

1176 শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুপুকুরের পানিতে ডুবে ২ শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল বুধবার শায়েস্তাগঞ্জ উপজেলার হাসপাতাল সড়কের পুকুরের পানিতে ডুবে ২ শিশুর করুণ মৃত্যু হয়েছে।

জানা যায়, চুনারুঘাট উপজেলার শ্রীবাউয়ের জাহেদুল ইসলামের শিশু পুত্র সৌরভ (৭) ও শফিক মিয়ার শিশুকন্যা হনুফা বেগম (৮) খেলা করে ফিরছিল। পথিমধ্যে তারা পুকুরে গোসল করতে নামলে দু’জনেই পুকুরে তলিয়ে যায়। অনেক খোঁজাখুজির পর এলাকার লোকজন পুকুরে তাদের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার করে। একই এলাকার দুই শিশুর করুণ মৃত্যুতে পরিবারের লোকজনের কান্নায় এলাকার আকাশ ভারি হয়ে উঠে।

Filed in: নারী ও শিশু