Friday August 23, 2019

নরসিংদীতে পথশিশুদের মাঝে ঈদের নতুন পোষাক বিতরণ

1125 নরসিংদীতে পথশিশুদের মাঝে ঈদের নতুন পোষাক বিতরণ

অসহায় মানুষ ও পথ-শিশুদের জন্য ভালোবাসা ও সহানুভূতি জানাতে নরসিংদীতে প্রায় দেড় শতাধিক শিশুদের মাঝে ঈদের নতুন পোষাক বিতরণ করেছে টো টো কোম্পানী বাংলাদেশ (ফেসবুক গ্রুপ) এর এক ঝাঁক তরুণ। আজ বুধবার দুপুরে সদর উপজেলার মেহেরপাড়ায় পথশিশুদের মাঝে এই পোষাক বিতরণ করা হয়।  এসময় উপস্থিত ছিলেন, টো টো কোম্পানী বাংলাদেশ (ফেসবুক গ্রুপ) এর ফারহান ভুইঞা আফভি আহসান সুজন, মেহেদি হাসান প্রান্ত, মোঃ কাওছার, আরিফ হাসান অভি, আরফিন, হানি আক্তার, ইসরাত রিদনি ও তামান্না আক্তার প্রমূখ। তাদের এই কর্মকান্ডকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ শিশু শুরক্ষা ও শিশু অধিকার আন্দোলন সংসদ কেন্দ্রীয় কমিটি সহ সুশীল সমাজ।

Filed in: নারী ও শিশু