Sunday December 16, 2018

২০২২ সাল পর্যন্ত বার্সার সাথে রবের্তো

1211 ২০২২ সাল পর্যন্ত বার্সার সাথে রবের্তো

বার্সেলোনার সাথে ২০২২ সাল পর্যন্ত চুক্তি করেছে সর্হি রবের্তো নতুন চুক্তিতে রবের্তোর বাইআউট ক্লজ ধরা হয়েছে ৫০ কোটি ইউরো। গত গ্রীষ্মে ২৫ বছর বয়সী এই খেলোয়াড়কে দলে টানতে আগ্রহী ছিল কয়েকটি ক্লাব। এর মধ্যে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের নাম শোনা যায়। তখন রবের্তোর রিলিজ ক্লজ ছিল মাত্র চার কোটি ইউরো। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ক্লাবই তখন স্পেনের এই খেলোয়াড়ের মন গলাতে পারেনি।

রবের্তোর চুক্তি নিয়ে বার্সেলোনা সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ বলেন, আমি সের্হিকে ধন্যবাদ দিতে চাই। সে অনেক প্রস্তাব পেয়েছে এবং আরও অনেক ভালো প্রস্তাব পাবে। কিন্তু সে বার্সায় থাকার সিদ্ধান্ত নিয়েছে। এটা তার বাড়ি।
প্রিয় ক্লাব বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি নিয়ে খুশি ২৫ বছর বয়সী রবের্তো। তিনি জানান, আমি বার্সেলোনায় থাকতে চাই আর সবসময়ই এটা আমার মনের মধ্যে ছিল। ছোট বেলা থেকেই আমি বার্সার সমর্থক। এখানে আমি ১২ বছর ধরে আছি। অনেক ক্লাবের আগ্রহ ছিল। কিন্তু আমি এখানেই থাকতে চাই। ২০২২ পর্যন্ত। এর চেয়েও বেশি হলে আরও ভালো।
Filed in: খেলাধুলা