Wednesday October 17, 2018

সিআইএর প্রথম নারী প্রধান জিনা হ্যাসপল

1137 সিআইএর প্রথম নারী প্রধান জিনা হ্যাসপল

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক হিসেবে এই প্রথম একজন নারীকে বেছে নিল মার্কিন সিনেট।

বিতর্কের ইতিহাস থাকা সত্ত্বেও গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত হ্যাসপল ৫৪-৪৪ ভোটে নিজের অনুমোদন নিশ্চিত করেন।

সম্প্রতি সিআইএপ্রধানের দায়িত্ব পালতরত অবস্থায় মাইক পম্পেও পররাষ্ট্রমন্ত্রী হলে পদটি খালি হয়। রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ মনোনয়নের বিরোধিতা করে আগেই বক্তব্য দিয়েছিলেন।

ভোটে বিরোধী ডেমোক্রেটিক দলের ছয় সিনেটর দলীয় সিদ্ধান্ত অমান্য করে জিনার পক্ষে ভোট দিয়েছেন। এদের মধ্যে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের মার্ক ওয়ার্নার বলেন, সিআইএ কখনোই জিজ্ঞাসাবাদের জন্য তথাকথিত অধিক উন্নত কৌশল প্রয়োগ করেনি বলে জিনা তাকে জানিয়েছেন।

এ ছাড়া রিপাবলিকান দলের দুই সিনেটর জেফ ফ্লেক ও র‍্যান্ড পল প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেন।

সিআইএতে ৩৩ বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন ৬১ বছর বয়সী জিনা হ্যাসপেল তার চাকরি জীবনের বেশির ভাগ সময় গোপনে কাজ করেছেন। ৯/১১ হামলার পর ২০০২ সালে তাকে থাইল্যান্ডে সিআইএর এক বন্দিশিবিরের দায়িত্ব দেওয়া হয়। ওই বন্দিশিবিরে ওয়াটারবোর্ডিংয়ের (কাপড়ে মুখ বেঁধে পানি ঢালা, যাতে বন্দির ডুবে যাওয়ার অনুভূতি হয়) মত বিতর্কিত পদ্ধতি প্রয়োগ করে নির্যাতনের অভিযোগ রয়েছে।

Filed in: আন্তর্জাতিক