Sunday June 16, 2019

নতুন সরকারের সঙ্গে কাজ করবে জাতিসংঘ

119 নতুন সরকারের সঙ্গে কাজ করবে জাতিসংঘ

২০৩০ সালের এজেন্ডা ও বিশেষ করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক সমাজ, সুশাসন ও আইনের শাসন বাস্তবায়ন প্রচেষ্টার জন্য বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করবে জাতিসংঘ। রবিবার জাতিসংঘের বাংলাদেশ কার্যালয়ের ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

ঢাকার জাতিসংঘ কার্যালয় জানায়, ‘বাংলাদেশ সর্বজনীন মানবাধিকার চুক্তি বাস্তবায়নে তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে এবং সবার কল্যাণের জন্য আন্তর্জাতিক চুক্তি মেনে চলবে।’ এ ছাড়া এখানে শান্তি, ন্যায় ও শক্তিশালী প্রতিষ্ঠানের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার টার্গেটগুলো গুরুত্ব দেবে বলেও আশা করে আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার উদ্দেশ্যই হচ্ছে- তাৎপর্যপূর্ণভাবে সব ধরনের সহিংসতা হ্রাস করা এবং সারাবিশ্বের সরকার স্থানীয়দের সঙ্গে দ্বন্দ্ব দূর করে শান্তিপূর্ণ সমাধান খোঁজা। মানবাধিকার পরিষদের নতুন সদস্য হিসেবে বাংলাদেশ সরকার সক্রিয় ভূমিকা পালন করবে বলেও আশা করে জাতিসংঘ।

Filed in: আন্তর্জাতিক