Wednesday October 17, 2018

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

1133 চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ২

মাদকের আখড়া নামে খ্যাত চট্টগ্রাম নগরের সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোডে বরিশাল কলোনিতে র‍্যাব ও মাদক বিক্রেতার মধ্যে ‘গুলি বিনিময়’ ঘটনায় দুইজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এদের একজন হলেন হাবিবুর রহমান ওরফে হাবিব। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম রেল স্টেশনের পাশে সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোডে বরিশাল কলোনিতে এই ঘটনা ঘটে।

র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, নগরীর বরিশাল কলোনি এলাকায় মাদকবিরোধী অভিযানে র‍্যাবের একটি দলের উপস্থিতি দেখে তাদের ওপর হামলা করে মাদক ব্যবসায়ীরা। এ সময় র‍্যাব ও মাদক ব্যবসায়ীর মধ্যে আধা ঘণ্টার বেশি সময় ধরে গোলাগুলির ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়।

নিহত হাবিবের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় মাদকের ১২টি মামলা রয়েছে বলে জানায় র‍্যাব।

র‍্যাব জানায়, ঘটনাস্থল থেকে প্রায় ৩০ হাজারের বেশি ইয়াবা, দেশি-বিদেশি মদ, গাঁজা, ফেনসিডিল ও তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Filed in: অপরাধ